গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ২৬৬ জনে।
গত একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৯১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জনে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নতুন করে করোনা থেকে মুক্ত হয়েছেন ৩৭৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১০টি পরীক্ষাগারে ১২ হাজার ৩৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৭১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৮ লাখ ৩৫ হাজার ২১৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ লাখ ৭৭ হাজার ৬৮৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে আট লাখ ৫৭ হাজার ৫৩৩টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে পুরুষ সাত জন এবং নারী ছয় জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় হাজার ২৫৯ জন, বাকি দুই হাজার ৭ জন নারী।