সম্পর্ক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৪০৮ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ৭৭৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।এ নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৩৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ৫ হাজার ৬০২ জন।
তিনি বলেন, ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৭টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১০ হাজার ১৭৪ জনের। গত ২৪ ঘণ্টায় আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২৬২ জনের। মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ১১৪ জনের।