সম্পর্ক ডেস্ক: বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৩০ জনে।
একই সময়ে নতুন করে আরো ২ হাজার ৭৩৫ জনরে শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৮ হাজার ৫০৪ জনে।
আগেরদিন রোববার (৭ জুন) মৃত্যু হয়েছিল ৪২ জনের ও শনাক্ত হয়েছিল ২ হাজার ৭৪৩ জন।
সোমবার (৮ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৬৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন। ২৪ ঘণ্টার মধ্যে নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৯৬১টি। সারা দেশে পরীক্ষা করা হয় ১২ হাজার ৯৪৪টি নমুনা। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩ ১জনের । শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৩ শতাংশ।
নিহতদের মধ্যে ৩৩ জন পুরুষ, ৯ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৩৬ শতাংশ। মোট শনাক্তের মধ্যে পুরুষ ৭১ শতাংশ, নারী ২৯ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৭৭ শতাংশ নারী ২৩ শতাংশ।
নিহতদের মধ্যে ২৫ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের আটজন, সিলেটের একজন, রাজশাহী বিভাগের ১জন, খুলনা বিভাগের দুই, বরিশাল ২, রংপুর ১ এবং ময়মনসিংহ বিভাগের একজন।