সম্পর্ক ডেস্ক: বাংলাদেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো একদিনে শনাক্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন ও শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জনের। এতে দেশে ৭০ হাজার ছাড়াল শনাক্তের সংখ্যা।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৭১ হাজার ৬৭৫ জনের। আর মৃত্যু হয়েছে মোট ৯৭৫ জনের।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৭ জন। এ নিয়ে সর্বমোট ১৫ হাজার ৩৩৭ জন সুস্থ হয়েছেন। গত সোমবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৭৩৫ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪২ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬৪ জনের জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৪৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৯৯৫টি নমুনা।
এদিকে করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে আবারো অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, কোভিড-১৯ চিকিৎসায় অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে রাখছেন, যা অনভিপ্রেত। অক্সিজেন থেরাপি কারিগরি বিষয়, নিজে নিজে দিতে গেলে অনেক ক্ষেত্রে এটি ক্ষতিকর হতে পারে। তাই অযথা এটি কিনে মজুত করবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া অক্সিজেন দেওয়া উচিত নয়।