লকডাউনেও কমছে না চীনের প্রধান বাণিজ্যিক নগরী সাংহাইয়ে করোনার সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে বাসিন্দাদের কোনো কেন্দ্রে নয় বরং বাড়িতেই নিজের করোনা শনাক্ত পরীক্ষা নিজেকেই করার আহ্বান জানানো হয়েছে।
রোববার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ ঘণ্টায় সাংহাইয়ে ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসঙ্গে আরও সাত হাজার ৭৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের সবার উপসর্গ লক্ষণবিহীন। চীনে করোনায় লক্ষণবিহীন ও লক্ষণযুক্তদের পৃথক পরিসংখ্যান রাখা হয়।
গত সপ্তাহে সাংহাইয়ে দুই ধাপের লকডাউন শুরু হয়েছে। পূর্বাঞ্চলীয় পুডং এলাকায় ৭ এপ্রিল লকডাউন শেষ হবে এবং পশ্চিমাঞ্চলীয় পুক্সি এলাকায় লকডাউন শেষ হবে ৮ এপ্রিল।
সরকারি আশ্বাস সত্ত্বেও, খাদ্য সরবরাহ এবং ওষুধ ও স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন পুডংয়ের বাসিন্দারা। অঞ্চলটির লাখ লাখ বাসিন্দাকে কঠোর লকডাউনের আওতায় বাড়ি থেকেই বের হতে দেওয়া হচ্ছে না।
সরকারি নোটিসে বলা হয়েছে, বাসিন্দাদের প্রতিদিন কোভিড-১৯ এর জন্য নিজেইপরীক্ষা করতে হবে, বাড়িতে মাস্ক পরতে হবে এবং পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ এড়ানোসহ সতর্কতা অবলম্বন করতে হবে।
লকডাউন পরিচালনার বিষয়ে অভিযোগের প্রতিক্রিয়ায় গত সপ্তাহে শহরের এক কর্মকর্তা ক্ষমা চেয়েছিলেন। শনিবার সাংহাই সফরের সময় একজন উপ-প্রধানমন্ত্রী পরিস্থিতি উন্নতির দাবি করেছিলেন।