গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনাভাইরাসে আরো ১ হাজার ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৬৩২ জনে। এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনায় মৃতের সংখ্যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। মৃত্যুতে ব্রাজিলের সামনে আছে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের ক্ষমতাধর দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ১ লাখ ৩১ হাজার ৪৮৫ জন।
যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২৮ লাখ ৩৭ হাজার ১৮৯ জন। ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ লাখ ১ হাজার ৩৫৩ জন।
ব্রাজিলের দক্ষিণে ও মধ্যভাগে মৃতের সংখ্যা ৩৭ ও ৩৬ শতাংশ বেড়েছে। করোনায় বর্তমানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। দেশটি করোনার ছোবলে রীতিমতো দিশেহারা।