সম্পর্ক ডেস্ক :-মহামারি করোনা ভাইরাসের থাবায় অসহায় পুরোবিশ্ব।বিশ্বব্যাপি করোনা ভাইরাসের কারণে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে আর আক্রান্ত প্রায় ২৯ লাখ। । মোট আক্রান্তের সংখ্যাও ২৯ লাখ ছুঁই ছুঁই (২৯ লাখ ৯১ হাজার ৬৯ জন)। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৯০৪ জন।
ভাইরাসটির উৎপত্তি চীনে হলেও আক্রান্ত ও মৃত্যু উভয় দিক দিয়ে শীর্ষে এখন যুক্তরাষ্ট্র।ইউরোপের দেশ ইতালি এবং স্পেনে মৃত্যুর মিছিল কিছুটা কমলেও সারা বিশ্বে কিন্তু সেই মিছিল থেমে নেই।যুক্তরাজ্যেও মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে করোনার বিরুদ্ধে লড়াই করে ক্লান্ত তুরস্ক। তারাও ইউরোপ, ইরান, চীনের মত করোনায় বিধ্বস্ত। গত ১৮ এপ্রিল করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়ায়। সেই হিসেবে মাত্র এক সপ্তাহে আরও ৫০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস।
মার্চের মাঝামাঝি সময় থেকেই করোনা ভাইরাস বিধ্বংসী রূপ ধারণ করে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। মৃত্যুর হার তখন থেকেই বাড়তে শুরু করে। যার ধারাবাহিকতায় শেষ দুই সপ্তাহেই মৃত্যুবরণ করেছে ১ লাখ মানুষ।শেষ তিন সপ্তাহে মৃত্যু হয়েছে দেড় লাখ মানুষের। অর্থ্যাৎ, প্রতি সপ্তাহেই কম করে ৫০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। অন্তত গত তিন সপ্তাহে এই ধারাবাহিকতাই দেখা যাচ্ছে।