এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আলজেরিয়ার সাবেক টেলিকম মন্ত্রী মুসা বেনহামাদি।
সাবেক টেলিকম মন্ত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই। খবর এএফপির।
২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দুর্নীতির দায়ে কারাবন্দি ছিলেন ৬৭ বছর বয়সি বেনহামাদি। কারাবন্দি অবস্থাতেই তিনি করোনা আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় এবং শুক্রবার মৃত্যুবরণ করেন।
তার ভাই অভিযোগ করে বলেছে, গত ৪ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন বেনহামাদি। শারীরিক অবস্থা খারাপ হওয়ার সত্ত্বেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আক্রান্তের ৯ দিনের মাথায় ভর্তি করা হয়েছিল হাসপাতালে। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। যথা সময়ে ভর্তি করা হলে হয়তো তার ভাইকে বাঁচানো যেত।
আলজেরিয়ায় এখন পর্যন্ত ২২ হাজার জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার জন।