# করোনায় মারা গেলেন ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি, জাসদের সাবেক কেন্দ্রীয় সদস্য, ঈশ্বরদী কলেজের প্রাক্তন জিএস মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু।
বুধবার দিবাগত বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
গোলাম মোস্তফা বাচ্চুর নিবাস ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়কের বাবুপাড়ায়।
বড় ছেলে তন্ময় জানান, হার্ট, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে ৫ মে তাঁর বাবা ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ১১ মে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ফল পজিটিভ আসে। সেখানে থেকে তাঁকে ঢাকা কুর্মিটোলা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে ঢাকায় বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের সিদ্ধান্ত হহয়েছিলো। কিন্তু তাঁর বাবার শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও এলাকাবাসীর বিশেষ অনুরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈশ্বরদীতেই দাফনের সিদ্ধান্ত হয়।
গোলাম মোস্তফা বাচ্চুর মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, বাংলাদেশ মৎসজীবী লীগের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন-সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, মুক্তিযুদ্ধের শহীদস্মৃতি পাঠাগার সভাপতি ফজলুর রহমান ফান্টু, সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, জাসদ নেতা পিএম আজাদ, রশিদুল আলম বাবু, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক খোন্দকার মাহাবুবুল হকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।