বৈশ্বিক তথ্য বিশ্লেষণ করে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, স্থূলতার কারণে মহামারি করোনাভাইরাসে আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি প্রায় ৫০ শতাংশ বেশি। একইসঙ্গে এটি টিকার কার্যকারিতাকেও হ্রাস করতে পারে।
বৈশ্বিক গবেষকদের পরিচালিত এ গবেষণায় বলা হয়েছে, এর আগে করোনায় স্থূলতার যতোটকু ঝুঁকি সম্পর্কে বলা হয়েছিল, সর্বশেষ গবেষণায় সেই মৃত্যুঝুঁকি অনেক বেশি বলে জানা গেছে।
বিশ্বে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে স্থূলতার হার সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব অনুযায়ী, দেশটির ৪০ শতাংশ মানুষ স্থূলতার সমস্যায় ভোগেন। আর যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্কদের মধ্যে এই হার ২৭ শতাংশের বেশি। যাদের বডি মাস ইনডেক্স বা বিএমআই ৩০ এর বেশি তারা করোনাভাইরাসের সব ঝুঁকিতে রয়েছেন। হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে তাদের ভর্তির ঝুঁকি ৭৪ শতাংশ এবং তাদের মৃত্যু ঝুঁকি ৪৮ শতাংশ বেশি।
গবেষণায় নের্তৃত্ব দিয়েছেন ইইউএনসি গিলিংস গ্লোবাল স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ব্যারি পপকিন।
তিনি জানান, গবেষণার ফল দেখে তিনি মর্মাহত। স্থূল ব্যক্তিদের করোনায় মৃত্যুর ঝুঁকি অন্য যে কারো ভাবনার চেয়ে অনেক বেশি।
অধ্যাপক ব্যারি বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় ফল। মূলত এটি ৫০ শতাংশ বেড়েছে। এটা বেশি ভীতিপ্রদ সংখ্যা। এর সবকিছু আসলে আমার এ যাবত প্রত্যাশার চেয়ে অনেক বেশি।’