এই মুহূর্তে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা একমাত্র ইউরোপে বাড়ছে। গত সপ্তাহে এই অঞ্চলে মৃত্যুর হার বেড়েছে ৫ শতাংশ। মঙ্গলবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
সাপ্তাহিক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, ইউরোপ ছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলে করোনার সংক্রমণ ও মৃত্যু কমছে। গত জুলাই থেকে আফ্রিকা, আমেরিকা ও এশিয়া অঞ্চলে করোনার প্রকোপ কমতে শুরু করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সারাবিশ্বে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ লাখ। এর মধ্যে ২১ লাখই ইউরোপের। গত সাত সপ্তাহ ধরে এই অঞ্চলে সংক্রমিতের সংখ্যা বেড়ে চলছে। ইউরোপের দেশগুলোর মধ্যে নতুন শনাক্তের হার সবচেয়ে বেশি রাশিয়া, জার্মানি ও ব্রিটেনে। মৃত্যুর হার বেশে নরওয়ে ও স্লোভাকিয়ায়। এই দুই দেশের মৃত্যুর হার বেড়েছে যথাক্রমে ৬৭ ও ৩৮ শতাংশ।
এর আগে সংস্থাটি জানিয়েছিল, করোনার পরবর্তী কেন্দ্রস্থল হতে পারে ইউরোপ। জরুরি পদক্ষেপ না নিলে ফেব্রুয়ারি নাগাদ এই অঞ্চলে পাঁচ লাখেরও বেশি মানুষ করোনায় মারা যেতে পারে।