মহামারি করোনাভাইরাসে অন্যান্য দেশের চেয়ে অস্ট্রেলিয়ায় মৃত্যু অনেক কম। আগাম পদক্ষেপ নেওয়ার কারণেই মৃত্যুর হার এখনো কম। তবে অস্ট্রেলিয়া সরকারের এই সাফল্য এখন ঝুঁকির মুখে পড়েছে। করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের প্রকোপে দেশটিতে প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়েছে।
সোমবার (৩০ আগস্ট) অস্ট্রেলিয়ায় করোনায় মৃত্যু ১ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণঘাতী এই ভাইরাসে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩ জনে। সংক্রমণের হারও সাম্প্রতিক সময়ে বেড়েছে। করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশটিতে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ শনাক্ত হয়েছে গত কিছুদিনে।
দেশটির অন্যতম বৃহৎ শহর সিডনিতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সেখানে করোনা মোকাবিলার কৌশল ও স্বাস্থ্য ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এদিকে সোমবার নিউ সাউথ ওয়েলস রাজ্যে নতুন করে ৪ জনের মৃত্যু এবং ১ হাজার ২১৮ জনের কোভিড শনাক্ত হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, আরও বেশি মানুষ কোভিড টিকা নিলেও করোনায় মৃত্যু এবং শনাক্তের হার আগামী অক্টোবরে বেড়ে যাবে।
সিডনি, মেলবোর্ন এবং ক্যানবেরার মতো বড় বড় শহরে কোভিডের প্রকোপ বাড়ায় অস্ট্রেলিয়ার অর্ধেকের বেশি মানুষ লকডাউনে আছে। দীর্ঘমেয়াদী এই লকডাউন আর টিকা প্রদান বাড়তে থাকায় ‘সবকিছু কখন সচল হবে’ তা নিয়ে দেশটিতে বিতর্কও বাড়ছে।