সর্ম্পক ডেস্ক: করোনাভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে।
গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রয়েছে ৩ হাজার ৩৮২ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নমুণা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ১২৮ টি।
মঙ্গলবার দুপুরে মহাখালি থেকে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সব তথ্য জানান ।
নাসিমা সুলতালা বলেন, মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন নারী। বয়সের হিসাবে ৬০-এর ওপরে ৩জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ এবং ৪০ থেকে ৫০ এর মধ্যে ৩জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ২জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮৭জন।
তিনি আরো বলেন, কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন যারা তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।