সম্পর্ক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে নারীর চেয়ে পুরুষ বেশি আক্রান্ত হচ্ছেন এবং পুরুষের মৃত্যুঝুঁকিও বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, জীনগত ভাবে পুরুষদেও চেয়ে নারীরা একটি বিশেষ সুবিধা পেয়ে থাকেন।
মঙ্গলবার (২৩ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে একথা জানা তিনি।
ডা. নাসিমা সুলতানা জানান, অসংক্রামক ব্যাধিতে পুরুষরা আগে থেকেই আক্রান্ত হন বেশি। পুরুষরা ধুমপান ও অ্যালকোহল বেশি ব্যবহার করে বলে তাদের জীবনযাপন পদ্ধতিতে ঝুঁকিতে থাকে। তবে জীনগতভাবে নারীদের বেশি ইমিউনিটি থাকেন। ডাবল-এক্স ক্রোমোজমের জন্য নারীরা এ সুবিধা পেয়ে থাকেন। সাইন্স ডিরেক্ট ডটকমের গ্লোবাল হেলথ রিপোর্ট থেকে এ তথ্য পেয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে দেশে আরে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৪৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ হাজার ৪১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে দাঁড়িয়েছে।