সর্ম্পক ডেস্ক: বাংলাদেশে এখন পর্যন্ত ৫২৩ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি ৩৮৯ জন চিকিৎসক ঢাকায় আক্রান্ত হয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) ।
বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়. ঢাকায় ৩৮৯ জন বরিশালে নয় জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে সাত জন, খুলনায় ৩০ জন, রংপুরে সাত জন, ময়মনসিংহে ৬১ জন ও রাজশাহীতে তিন জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন
স্বাস্থ্য কর্মীরা বলছেন, মূলত নিম্নমানের সুরক্ষা সামগ্রী এবং রোগীরা তাদের সম্পর্কে চিকিৎসককে সঠিক তথ্য না দেওয়াতে আক্রান্ত বেশি হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চিকিৎসক আক্রান্ত হতে থাকলে ভবিষ্যতে সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য এখনই জরুরি ব্যবস্থা নেওয়া দরকার।