করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। বিপুলসংখ্যক মানুষের মৃত্যুতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গতকাল সোমবার দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই মৃত্যু হৃদয়বিদারক। তিনি আমেরিকানদেরকে পারস্পরিক বৈষম্য দূরে রেখে একসাথে মহামারীবিরোধী লড়াই করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,‘আজ আমরা সত্যিকার অর্থেই একটি মারাত্মক ও হৃদয়বিদারক মাইলফলক স্পর্শ করেছি- ৫ লাখ ৭১টি মৃত্যু।’ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধের চেয়ে ও বেশি আমেরিকান এই মহামারীতে গত এক বছরে মারা গেছে্ন। সবাই মিলে এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে।দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। পারস্পরিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, টিকা নিন।’এ সময় পাশে ছিলেন তাঁর স্ত্রী জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাঁর স্বামী ডগলাস এমহপ। এ দিন যুক্তরাষ্ট্রের প্রতি এক হাজার মৃতের স্মরণে ওয়াশিংটনের জাতীয় ক্যাথেড্রালে একবার করে মোট ৫শ বার ঘণ্টা বাজানো হয়।শোকপালনে আগামী ৫ দিন আমেরিকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন বাইডেন। উল্লেখ্য,জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২৪ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.