সম্পর্ক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৩৫ জনের মৃত্যূ হয়েছে। এ নিয়ে অন্টারিওতে মারা গেছে ১ হাজার ৬৬৯ জন।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় অন্টারিওতে নতুন করে আরো ৩০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৪৬ জন।
সোমবার (১১ মে) অন্টারিও স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন ।
কর্মকর্তা জানান, সোমবার একটু বেশি করোনায় আক্রান্ত হয়েছেন বোরবারের তুলনায়। গত ৬ সপ্তাহ পর গতকালকেই অন্টারিওতে সর্বনিম্ন করোনা রোগী পাওয়া গিয়েছিলো।
তিনি আরো জানান, অন্টারিওতে সুস্থতার হার অনেক বেশি। বর্তমানে এখনো সক্রিয় করোনোয় আক্রান্ত ৩ হাজার ৭৪৬ জন। করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৩১ জন।
মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত ৬৯ হাজার ৯০৫ জন। মারা গেছে ৪ হাজার ৯৯২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩২ হাজার ৬৫০ জন।