সর্ম্পক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় অন্টারিওতে আরো ৪৮ জনের মৃতূ্য হয়েছে। যা গত দিনের চেয়ে কিছুটা কম। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ৪৭৭ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া, নতুন করে আরো ৩৯৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নতুন রোগীও গতদিনের চেয়ে একটু কম। এ নিয়ে অন্টারিওতে মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১২১ জন।
মঙ্গলবার (৫ মে) অন্টারিও স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানান।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, করোনার সঙ্গে লড়াই করে আরো ৩৪৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৫৬৯ জন। এই প্রদেশে সুস্থতার হার ৭১ শতাংশ।
অন্টারিও প্রধান মেডিক্যাল অফিসার ডা. ডেভিড উইলিয়ামস বলেন, এটা খুব ভালো খবর যে, করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হওয়াদের অর্ধেকেই ই প্রদেশের রোগী।
স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, ২৪ ঘণ্টায় আরো ১৫ হাজার ১৭৯ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েঠে। আরো ১৩ হাজার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে।
ডা. ডেভিড উইলিয়ামস বলেন, ল্যাবে পরীক্ষার হার অনেক বেড়েছে কিন্তু আক্রান্তের সংখ্যা অনেকটা কম। এটা একটা ইতিবাচক দিক এই প্রদেশের জন্য।