সর্ম্পক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৫৯ জনের মৃত্যূ হয়েছে। এ নিয়ে অন্টারিওতে মারা গেছেন ১ হাজার ৫৯৯ জন।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় অন্টারিওতে নতুন করে আরো ৩৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত একমাসরে মধ্যে এটাই সর্বনিম্ন সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এপ্রিলের ৮ তারিখে ৩০৯ জন আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৪৪ জন।
শুক্রবার (৮ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।
অন্টারিওতে শুক্রবার নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ২২৭ জনের। যেটা বৃহস্পতিবারের চেয়ে ৩ হাজার বেশি পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট বলেন, ‘করোনায় আক্রান্তের সংখ্যা এইভাবে কমতে থাকলে আমরা আমাদের অর্থনীতি আরো অংশ পুনরায় চালু করতে পারবো।’
বর্তমানে অন্টারিওর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১৬ জন। আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ২০৩ জন রোগী।
মহামারি করোনাভাইরাসে কানাডায় আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৬৪৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩১ হাজার ৬৫ জন। মারা গেছেন ৪ হাজার ৬৯২ জন।