সম্পর্ক ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় চার নম্বরে উঠে গেলো ভারত। যুক্তরাজ্যকে পেছনে ফেলে তালিকার চার নম্বরে অবস্থান করছে এখন ভারত। ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ৩৮৩ জন। যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৪০৯ জন।
যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরেই ভারতের অবস্থান। রাশিয়ায় বর্তমানে আক্রান্ত ৫ লাখ ২ হাজার এবং ব্রাজিলে ৮ লাখ ৫ হাজার। ২০ লাখের বেশি আক্রান্ত নিয়ে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র।
জানুয়ারির শেষ দিকে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ভারতে। ৩ জানুয়ারি কেরালায় উহান বিশ্ববিদ্যালয় ফেরত এক শিক্ষার্থীর পজিটিভ হয়। মার্চ থেকে সংক্রমণের বিস্ফোরণ ঘটে।
বিশ্বের অন্যতম লম্বা লকডাউনের মধ্যেও আক্রান্তের হার কমেনি। ৫০০ জনের কিছু বেশি আক্রান্ত ও ১০ জন মারা যাওয়ার পর ২৫ মার্চ থেকে লকডাউন ঘোষণা করে ভারত।
বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৯৬ জনের করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত ভারতে করোনাভাইরাসে মারা গেছেন ৮ হাজার ৫০১ জন।