বাংলাদেশে ৮ মার্চে প্রথম করোনা শনাক্তের প্রায় চার মাসের মাথায় এসে আক্রান্তের মোট সংখ্যায় ফ্রান্সকে অতিক্রম করলো।বাঙালির বর্ষবরণের দিনে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার অতিক্রম করে দেশে।এরপর থেকে সংক্রমণের হার বাড়তে শুরু করে দ্রুত।
প্রতিদিনের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৩ হাজার ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ নিয়ে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে। একই সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫৫ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৫১ জনে।
ফ্রান্স হলো ইউরোপের দেশগুলোর মধ্যে করোনার ভয়াবহ সংক্রমণের শিকার। দেশটিতে ১৫ ফেব্রুয়ারি থেকে করোনায় আক্রান্ত প্রথম শনাক্ত হয়। প্রায় সাড়ে চার মাসে দেশটিতে ১ লাখ ৬৮ হাজার ৩৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জুনের শেষ দিক থেকে এখানে সংক্রমণের হার কমতে শুরু করলেও সম্প্রতি নতুন আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে সেটি তিন অংকের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। করোনা নিয়ে লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তালিকায় ফ্রান্স এখন ১৮ নম্বরে আর বাংলাদেশ উঠে এসেছে ১৭ নম্বরে।
বাংলাদেশ করোনায় আক্রান্তে ফ্রান্সকে ছাড়িয়ে গেলেও করোনায় মৃতের সংখ্যা তুলনামুলকভাবে অনেক কম। ফ্রান্সে এথন পর্যন্ত ২৯ হাজার ৯২০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। অথচ এর কাছাকাছি সময়ে বাংলাদেশে মৃতের সংখ্যা ২ হাজার ১৫১ জন।
সুস্থতার সংখ্যার দিক থেকেও বাংলাদেশ এগিয়ে। ফ্রান্সে এখন পর্যন্ত ৭৭ হাজার ৩০৮ জন সুস্থ হয়েছেন। আর বাংলাদেশে এই সংখ্যা ৭৮ হাজার ১০২ জন।