যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার পাঁচ মিনিটের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি পরীক্ষামূলকভাবে যেসব ওষুধ সেবন করেছেন সেটা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। এর সঙ্গে তিনি তার এই করোনাভাইরাসে আক্রান্ত হওয়াটাকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আশীর্বাদ বলে উল্লেখ করেন।
ট্রাম্প বলেছেন, ‘এটা আসলে অবিশ্বাস্য। আমি ভালো বোধ করছি। তিনদিন আগে আমি যেমন ভালো বোধ করেছিলাম, এখন ঠিক তেমনটা বোধ করছি। সুতরাং আমি মনে করি আমার যে করোনা হয়েছে সেটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার জন্য আশীর্বাদস্বরূপ ছিল।’
করোনাকালীন তিনি যেসব ওষুধ সেবন করেছেন সেগুলো বিনামূল্যে হাসপাতাল থেকে করোনা রোগীদের দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি যে চিকিৎসা পেয়েছেন সেটা যাতে অন্যরাও পায় সেই আশাবাদ ব্যক্ত করেছেন।
ট্রাম্প বলেছেন, ‘আমি যে ওষুধ সেবন করেছি, আমি যে চিকিৎসা নিয়েছি সেটার সবার জন্য চাই। আমি চাই সকলেই যেন প্রেসিডেন্টের মতো চিকিৎসা পায়। কারণ, আমি এই চিকিৎসা নিয়ে বেশ ভালো বোধ করছি।’