সম্পর্ক ডেস্ক:- ইতালিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে আরও ৪৬৪ জন।গত ২১ ফেব্রুয়ারি ইতালিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। মাত্র দুই মাসেই সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন।মৃত্যুবরণ করেছেন ২৫ হাজার ৫৪৯জন।সুস্থ্য হয়েছেন ৫৭ হাজার ৭৭৬ জন।
আক্রান্তের সংখ্যায় সারা বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে ইতালি। এরচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও স্পেনে। আর মৃতের সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্রের পেছনে রয়েছে তারা।মৃতের সংখ্যা বাড়লেও ইতালিতে ধীরে ধীরে কমছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৪৬ জন।