সম্পর্ক ডেস্ক:-করোনায় আক্রান্ত হয়ে ১৭ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৭.৫০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সালাম শরীফ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।উল্লেখ,তিনি করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে সেন্ট মাইকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
সালাম শরীফ অন্টারিও আওয়ামী লীগের উপদেষ্টা, আওয়ামী লীগ অফ কানাডার সভাপতি এবং গ্রেটার ফরিদপুর জেলা সমিতির প্রেসিডেন্ট ছিলেন।এছাড়াও তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।
তিনি টরন্টোর বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন।তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।অনেকেই সোশ্যাল মিডিয়াতে গভীর শোক প্রকাশ করেছেন।অনেকের মতে,টরোন্টোর বাংলাদেশী কমিউনিটি যেন হারালো এক অভিভাবককে।
এই নিয়ে টরন্টোতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেছেন চারজন বাংলাদেশী।আমরা সম্পর্ক পরিবারের পক্ষথেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা
জানাই।