সর্ম্পক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। তাই উৎপত্তিস্থল চীনের তথ্য নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে ছাড় দেননি তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
করোনাভাইরাস প্রাকৃতিকভাবে নয় চীনের গবেষণাগারে তৈরি করা হয়-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন অভিযোগের এবার প্রমাণ দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পাশাপাশি তার বক্তব্যকে অনুমান নির্ভর বলেও আখ্যা দিয়েছে সংস্থাটি।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রায়ান বলেছেন, ‘ভাইরাসের উৎপত্তি নিয়ে মার্কিন সরকারের কাছে থেকে কোনো তথ্যনির্ভর প্রমাণ পাইনি। সুতরাং আমাদের দিক থেকে তার এই দাবি অনুমাননির্ভর।’
চীনের গবেষণাগার থেকে করোনা ছড়ানোর কোনো প্রমাণ থাকলে যুক্তরাষ্ট্রকে তা সরবরাহের আহ্বান জানালেন রায়ান, ‘যদি কোনো তথ্য ও প্রমাণ থাকে, তাহলে যুক্তরাষ্ট্র সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তা কখন এবং কোথায় তারা দেবে।’
মার্কিন গোয়েন্দা সংস্থাও বলেছে, এটি মানবসৃষ্ট নয়। ভাইরাসের উৎস নিয়ে রাজনীতি করে উত্তপ্ত পরিবেশ তৈরি না করার অনুরোধ তার। আগ্রাসী তদন্ত না করে বিজ্ঞানভিত্তিক তদন্তের দাবি জানালেন রায়ান।