করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার তিনি আইসোলেশন থেকে বের হয়ে এসেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
২১ জুলাই ৭৯ বছর বয়সী জো বাইডেন করোনায় আক্রান্ত হন। ওই সময় তিনি শরীরে করোনার মৃদু উপসর্গ থাকার কথা জানিয়েছিলেন। ৩০ জুলাই পুনরায় তিনি করোনায় আক্রান্ত হন।
রোববার হোয়াইট হাউজ থেকে হেলিকপ্টারে করে নিজের এলাকা দেলাওয়ারে যাওয়ার আগে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমি ভালো অনুভব করছি।’
এ সময় তিনি স্থানীয় সময় রোববার রাতে সিনেটে ওঠা জলবায়ু ও স্বাস্থ্যসেবা বিল নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি মনে করি এটি পাস হতে যাচ্ছে।’