ভারতের উত্তর ২৪ পরগনার বিশ্বনাথপুর হাসপাতালে এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েও হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। তার এমন কাণ্ড প্রকাশ হতেই তুমুল সমালোচনার সৃষ্টি হয়।
ভারতীয় গণমাধ্যমকে ওই চিকিৎসক বলেন, হাসপাতালে বেশিরভাগ চিকিৎসক করোনা আক্রান্ত। তাই বাধ্য হয়ে আমাকে কাজ করতে হচ্ছে। একজন সুস্থ হয়ে এলে আমি চলে যাব।
করোনা পজিটিভ হয়েও কাজ করছেন চিকিৎসক, বিষয়টি জানার পর ক্ষোভে ফেটে পড়েন ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজন এবং এলাকাবাসী।
তারা অভিযোগ করেন, সব জানার পরেও জরুরি বিভাগে কিভাবে কাজ করার অনুমতি দেয়া হল ওই চিকিৎসকে। বিশেষ করে জরুরি বিভাগের মতো জায়গায়, যেখানে হাজারও মানুষ আসেন। এই ঘটনার পর আরও কেউ করোনা আক্রান্ত হলে তার দায় কে নেবে?