গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট ৮ হাজার ৪৪১ জনের প্রাণহানি ঘটল।
এছাড়া, গেল ২৪ ঘণ্টায় ৬৩৫ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৭৬ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে মোট ৫ লাখ ১ হাজার ১৪৪ জন করোনা রোগী সুস্থ হলেন।