সম্পর্ক ডেস্ক: প্রতিদিনই লাশের সারি দীর্ঘ হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮১ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় নতুন করে আরোও ২ হাজার ৪২৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭ হাজার ৫৬৩ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, দেশের ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ সময়ে ১২ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ২৭৭ জনের। শনাক্তের হার ১৯ দশমিক ০৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৩ শতাংশ।