সম্পর্ক ডেস্ক: ব্রাজিলে মহমারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। মঙ্গলবার করোনায় একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯১ জন।
এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৪২ হাজার ৮৪।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী টানা চতুর্থবারের মত দিনে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেলো।
প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনাভাইরাসের বিস্তার দ্রুতগতিতে বেড়েই চলেছে ব্রাজিল, পেরু এবং চিলিতে।
এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ হাজার ৪৯৭।