মহামারি করোনাভাইরাসের মধ্যে ভারতের উত্তর প্রদেশের মিরুতে কারাগারে বন্দি ২৮০ জন জামিনে বা প্যারোলে মুক্তি পাচ্ছেন। করোনায় দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলছে।
বৃহস্পতিবার (৬ মে) এএনআই এর খবরে এসব তথ্য জানানো হয়েছে।
মিরুতের সিনিয়র জেল সুপার বিডি পান্ডে বলেন, করোনার কারণে ২৮০ জন বন্দি জামিনে বা প্যারোলে মুক্তি পাচ্ছে।
তিনি জানান, কারাগারে বন্দিদের নিয়মিত স্যানিটাইজার দেওয়া হচ্ছে। এছাড়া বন্দিদের মধ্যে যাদের বয়স ৪৫ থেকে ৬০ বছর তাদের করোনার টিকা দেওয়া হয়েছে।
ভারতে যে প্রদেশগুলো করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে উত্তর প্রদেশ অন্যতম। গত ২৪ ঘণ্টায় ওই প্রদেশটিতে ৩১ হাজার ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে এখন পর্যন্ত সক্রিয় রোগী রয়েছে ২ লাখ ৬২ হাজার ৭৭৪ জন।
উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৯৮২ জন। এর আগে বিশ্বের কোনো দেশে একদিনে এতো বেশি করোনা শনাক্ত ও মৃত্যু হয়নি। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন এবং মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ১৫১ জন।