সম্পর্ক ডেস্ক: দেশের একজন প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ। একাধারে তিনি একজন মুক্তিযোদ্ধা, চিত্রশিল্পী, তবলা বাদক ও বংশী বাদক। অনুষ্ঠান সঞ্চালনাতেও বেশ পারদর্শী একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী। মাঝে মাঝেই অসাধারণ সব ছড়া লিখে চমকে দেন তার ভক্তদের।
বিশেষ জাদু নিয়ে হাজির হলেন এই শিল্পী। মহামারি করোনাভাইরাস থেকে রক্ষা পেতেই এই জাদু। তবে কোনো টেলিভিশন শো কিংবা ভিডিওর মাধ্যমে নয়, বরং ছড়ার ছলে জাদুটি দেখিয়েছেন জাদুশিল্পী। ‘করোনা মারার জাদু’ শিরোনামে ছড়াটি জুয়েল আইচ তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন। ছড়াটি হলো—
কালোজিরা মধু
করোনা মারার জাদু।
গরম জলে লেবু
কোভিড হবে কাবু।
কাঁচা রসুন খেলে
ভাইরাস যাবে চলে।
নিম পাতার চা
গরম গরম খা।
সব ওষুধের দাদা
নামটি তার আদা।
তুলসিপাতা মেথি
বিশ্বজোড়া খ্যাতি।
লবঙ্গ তেজপাতা
ফুসফুস হলে ব্যথা।
এলাচি দারচিনি
খাবে প্রতিদিনই।
বাষ্প পানির ভাপ
শুকনো কাশি মাফ।
করলে বেশি দান
শান্তি পাবে প্রাণ।
ছড়াটি প্রকাশের পর থেকেই অনেক মন্তব্য পড়েছে। মন্তব্যের মাধ্যমে যুগপোযগী এই ছড়ার প্রশংসা করছেন সবাই।
অন্যদের মতো এই লকডাউনের সময়ে বাসায় অবস্থান করছেন জুয়েল আইচ। তিনি বলেন, ‘মনে রাখতে হবে, আমরা যুদ্ধজয়ী জাতি। যুদ্ধের ময়দানেও আমাদের মনে একটা আনন্দ ছিল—আমরা দেশের জন্য লড়ছি। আমরা ন্যায়ের পথে আছি। আমরা সেই যুদ্ধে জিতেছি। মনে জোর আর সচেতন থাকলে এবারো আমরা জিতে যাব।’