সর্ম্পক ডেস্ক: দেহের ভেতরে অবস্থান করো কোভিড-১৯ ভাইরাসকে খুঁজে বের করে তার বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজনীয় অ্যান্টিবডি করতে সক্ষম হয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট এ রকম তথ্যই জানিয়েছেন সোমবার। করোনাভাইরাসের চিকিৎসায় এটি এ যাবতকালে সবচেয়ে উল্লেগযোগ্য আবিষ্কার বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার ইসরায়েলের ইনিস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ (আইআইবিআর) সেন্টার সফর করেন নাফতালি।
এক বিবৃতিতে নাফতালির দপ্তর বলেছে, ‘অ্যান্টিবডিটি করোনাভাইরাসকে একক কোষ গঠণের মাধ্যমে আক্রমণ করে এবং যারা অসুস্থ তাদের দেহের ভেতরে থাকা ভাইরাসটিকে নিরস্ত করে।’
এতে বলা হয়েছে, অ্যান্টিবডিটির উন্নয়ন শেষ হয়েছে। এখন ইনিস্টিটিউট এর প্যাটেন্ট করার প্রক্রিয়ায় আছে। এছাড়া ‘বাণিজ্যিকভাবে অ্যান্টিবডি উৎপাদনে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে গবেষকরা একে উপস্থাপনের পরবর্তী পদক্ষেপে আছেন।’