করোনাভাইরাসে খারাপ সংবাদের পরিমাণটাই বেশি। তবে এরমধ্যে একটা ভালো খবর হলো, রোববার করোনায় সংক্রমণমুক্ত ১০০ দিনে পা দিলো নিউজিল্যান্ড। দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. অ্যাশলি ব্লুমফিল্ড এ তথ্য জানিয়েছেন।
বিশেষজ্ঞরা অবশ্য ভিয়েতনাম ও অস্ট্রেলিয়ার মতো আত্মপ্রসাদে যাতে নিউজিল্যান্ড না ভোগে সেজন্য সতর্ক করেছেন। কারণ প্রথম দিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় আত্মতৃপ্তিতে ভুগেছিল এই দুই দেশ। ফলে করোনার কারণে আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছিল। তবে জুলাই থেকে দেশ দুটিতে নতুন করে সংক্রমণের হার দ্রুত বাড়তে শুরু করে।
ডা. অ্যাশলি ব্লুমফিল্ড বলেছেন, ‘১০০ দিন সামাজিক সংক্রমণবিহীন পার করে দেওয়া একটি উল্লেখযোগ্য মাইলফলক। তবে আমরা সবাই জানি, আমরা আত্মতুষ্ট হতে পারছি না।’
তিনি বলেন, ‘আমরা অন্যদেশগুলোকে দেখেছি সেখানে কীভাবে ভাইরাস পুনরায় আর্বিভাব হয়েছে এবং আগে যেখানে নিয়ন্ত্রণ ছিল সেখানে কীভাবে এটি ছড়িয়েছে, নিউজিল্যান্ডে ভবিষ্যৎ সংক্রমণ ঠেকাতে আমাদের দ্রুত প্রস্তুতি নিতে হবে।’
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ১ হাজার ২১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অথচ প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে করোনার সংক্রমণ ঠেকাতে ছয় সপ্তাহের লকডাউন চলছে।