দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দাবি করেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পেছনে মদের ভূমিকা রয়েছে। আর তাই দেশটিতে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট এই ঘোষণা দিয়েছেন।
করোনা প্রতিরোধের জন্য নতুন নিষেধাজ্ঞার আওতায় প্রেসিডেন্ট দেশের সব বার বন্ধ, সমুদ্র সৈকত ও সরকারি সুইমিং পুলসহ সংক্রমণের হটস্পটগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন। এর বাইরে নৈশ কারফিউর মেয়াদ চার ঘণ্টা বাড়ানো হয়েছে।
প্রেসিডেন্ট রামাফোসা বলেছেন, ‘মদের নেশার কারণে বেপরোয়া আচরণের ভূমিকা রয়েছে সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে। মদ সংশ্লিষ্ট দুর্ঘটনা ও সহিংসতা আমাদের হাসপাতালগুলোর জরুরি বিভাগে চাপ ফেলছে।’
তিনি জানান, মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে। অন্যান্য নিষেধাজ্ঞার মধ্যে বাধ্যতামূলক মাস্ক পরিধানের বিষয়টিও রয়েছে। মাস্ক না পরলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন নির্দেশনায়।