এক বছরের বেশি সময় ধরে বৈশ্বিক মহামারি করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। একটুও কমেনি এই ভাইরাসের দাপট। উল্টো নতুন রুপে দেখা দিয়ে দ্বিগুণ হারে বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যে করোনাভাইরাসে গোটা বিশ্বে এখন পর্যন্ত সাড়ে ১৯ লাখ মানুষের মৃত্যু হয়েছে। খবর ওয়ার্ল্ডওমিটারসের।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ২০৬। একই সময় আক্রান্তের সংখ্যা ৯ কোটি ১৩ লাখ ৩০ হাজার ১৮২ জনে পৌঁছেছে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার ৩১৩ জন।
এখনও পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ১৯৭ জন। করোনায় মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ২৪৯ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৯১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৩৬৪ জন আক্রান্ত রোগী।
তালিকায় ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। লাতিন আমেরিকার দেশটিতে সংক্রমিত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৮১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৩ হাজার ৬১৭ জন।
গেল বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এখন পর্যন্ত বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশে করোনার নতুন ধরন দেখা দিয়েছে।
১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।