রেজাউল ইসলাম:–কর্মক্ষেত্রে কোভিড-১৯ সংক্রমণ চিহ্নিত হলে সিটি অফ টরন্টো কর্মক্ষেত্র বন্ধে বাধ্য করবে। মঙ্গলবার সিটি থেকে বলা হয়,টরন্টো পাব্লিক হেলথ সেকশন ২২ অর্ডার ইস্যু করেছে যাতে কর্মক্ষেত্রে ১৪ দিনের মধ্যে পাচ অথবা তার চেয়ে বেশি কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেলে কর্মক্ষেত্র বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। এই বন্ধ কমপক্ষে ১০ দিন বলবৎ থাকবে। কোভিড-১৯ র ক্রমবর্ধমান সংক্রমণ কর্মক্ষেত্রের সাথে খুব নিবিড়ভাবে সম্পর্কিত। সংক্রমণের চেইন ভেঙ্গে দেওয়ার জন্য সিটি এই নির্দেশনা জারি করেছে।
সিটি অফ টরন্টোর সূত্র থেকে প্রাপ্ত নির্দেশনার বিস্তারিতঃ
• নির্দেশনাটি করা হয়েছে সুনির্দিষ্টভাবে কর্মক্ষেত্র অথবা কর্মক্ষেত্রের অংশ বিশেষ বন্ধের জন্য যেখানে ১৪ দিনের মধ্যে পাচ অথবা তার বেশি সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে এবং যুক্তিসঙ্গতভাবেই সংক্রমণ যে কার্যক্ষেত্র থেকেই ছড়িয়েছে তা জানা সম্ভব হয়েছে।
• কর্মক্ষেত্র বন্ধের এই নির্দেশ কমপক্ষে ১০ ক্যালেন্ডার দিবস কার্যকর থাকবে।
• এই সময়ে আক্রান্ত কর্মক্ষেত্রের শ্রমিকদেরকে সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।
• কিছু কিছু কর্মক্ষেত্র যারা ক্রিটিক্যাল সার্ভিসের সাথে যুক্ত যেমনঃ
হেলথ কেয়ার ফ্যাসিলিটি,স্কুল,চাইল্ড কেয়ার সেন্টার ইত্যাদি পুরোপুরি বন্ধের আবশ্যকীয়তা থেকে অব্যহতি পেতে পারে। মেয়র জন টরি বলেন, সেকশন ২২ কর্মক্ষেত্রে দ্রুত সংক্রমনশীল ভ্যারিয়েন্টের বিস্তার লাভকে রোধ করতে সাহায্য করবে। টরি আরো বলেন, আমি এমপ্লয়ারদের অনুরোধ করবো কর্মক্ষেত্রে সংক্রমণ রোধে পাব্লিক হেলথের উপদেশ মেনে চলতে এবং সেই সাথে অসুস্থতাজনিত আর্থিক পরিনতি থেকে তাদের কর্মচারীদের রক্ষা করতে। পিল পাব্লিক হেলথ বলেছে, মঙ্গলবার প্রারাম্ভেই এই রিজিওনে কর্মক্ষেত্রের জন্য এই একই নির্দেশনা কার্যকর করা হয়েছে ।
সিবিসি নিউজ থেকে অনুবাদকৃত।