ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পার্ক সার্কাসে এক নিরাপত্তারক্ষীর এলোপাথাড়ি গুলিতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার পর আত্মহত্যা করেছেন ওই নিরাপত্তা রক্ষী। শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই নিরাপত্তাকর্মী কালিম্পঙের বাসিন্দা এবং তার নাম চোডুপ লেপচা। তিনি কাজ করতেন কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর পঞ্চম ব্যাটালিয়নে। সপ্তাহখানেক আগে আরও অনেকের সঙ্গে তাকেও বেকবাগানের কাছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউটপোস্টের নিরাপত্তা রক্ষার দায়িত্বে তাকে বহাল করা হয়েছিল। শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আচমকাই আউটপোস্ট থেকে বেরিয়ে আসেন চোডুপ। কড়েয়া থানা এলাকার লোয়ার রেঞ্জ রোড দিয়ে হাটতে হাটতে কাঁধের স্বয়ংক্রিয় রাইফেল নামিয়ে গুলি শুরু করেন তিনি। ওই সময় লোয়ার রেঞ্জ রোড ধরে এপিসি রোডের দিকে আসছিল একটি অ্যাপ নির্ভর বাইক। চোডুপের গুলি গিয়ে লাগে বাইকের দুই আরোহীর গায়ে। পিছনের আসনে বসেছিলেন এক নারী। তার মাথা ফুঁড়ে গুলি বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বাইক চালকের গায়েও গুলি লাগে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি। তার পর গলার কাছে গুলি করে আত্মহত্যা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ হাই কমিশনের পেছনের রাস্তার পরের রাস্তায় এ ঘটনা ঘটেছে। জায়গাটা চেনানোর জন্য সংবাদমাধ্যমগুলো বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের নাম ব্যবহার করছে। ওই আউটপোস্টে কোন পুলিশ সদস্য কাজ করবে তা নির্ধারণ করে কলকাতার পুলিশ।
বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেন গণমাধ্যমকে জানিয়েছেন, এ ব্যাপারে ডেপুটি হাইকমিশনের কোনো সংশ্লিষ্টতা নেই।