গেল মাস থেকে কলম্বিয়ায় চলছে রাজনৈতিক অস্থিরতা। উত্তর দক্ষিণ আমেরিকার দেশটিতে সাধারণ জনগণের বিক্ষোভ আর সহিংস আন্দোলন। এই রকম পরিস্থিতিতে আসন্ন কোপা আমেরিকার যৌথ আয়োজক হওয়ার মর্যাদা হারালো দেশটি। দেশটিতে ফাইনালসহ মোট ১৫টি ম্যাচ হওয়ার কথা ছিল।
দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কনমেবলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এবারের টুর্নামেন্ট একা আয়োজন করবে আর্জেন্টিনা। শিগগিরই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ১০৫ বছরের ইতিহাসে প্রথমবার কোপা আমেরিকা দুটি দেশে হওয়ার কথা ছিল। আগামী ১৩ জুন থেকে ২৭ জুলাই পর্যন্ত হবে দক্ষিণ আমেরিকার এই ফুটবল মহাযজ্ঞ।
কলম্বিয়ার পরিস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টা করছিল সরকার এবং সব সমস্যার সময়মতো সমাধান করে নিরাপদে টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছিল। কিন্তু ব্যর্থ হলো তারা। টুর্নামেন্ট পিছিয়ে নভেম্বরে মাঠে গড়ানোর অনুরোধ করেছিল কলম্বিয়ান সরকার।
কনমেবল তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ‘কোপা আমেরিকা নভেম্বরে পুনর্নির্ধারিত করতে কনমেবলের কাছে কলম্বিয়ান সরকার আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। তার প্রেক্ষিতে আমরা জানাচ্ছি আন্তর্জাতিক প্রতিযোগিতা বর্ষপঞ্জিকা অনুযায়ী কোপা আমেরিকা নভেম্বরে নেওয়া অসম্ভব।’