যুক্তরাষ্ট্রের কলোরাডোর দাবানলে পুড়ে গেছে প্রায় এক হাজার বাড়িঘর। বৃহস্পতিবার এই দাবানলে কারো মৃত্যু হয়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শীতকালীন ঝড়ে বাতাসের বেগ ঘণ্টায় ১৬৯ কিলোমিটার থাকায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। বাতাসের কারণে আগুনের অদ্ভুত প্যাটর্ন তৈরি হওয়ায় দেখা গেছে, অনেক বাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও আশেপাশের বাড়িগুলো বহাল তবিয়তে ছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দাবানলে প্রায় ছয় হাজার একর জমি পুড়ে যায়। এছাড়া বিধ্বস্ত হয় অন্তত ৫০০ বাড়ি এবং আগুনে পুড়েছে প্রায় এক হাজার বাড়ি। আহত ছয় জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বাতাসের গতি মন্থর হয়েছে এবং তুষার আসতে শুরু করেছে। তাই আশা করা যাচ্ছে, আগুন আর বিপদের কারণ হবে না।
কলোরাডোর সুপেরিয়ার শহরের ১৩ হাজার বাসিন্দাকে বৃহস্পতিবার নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশ দেওয়া হয়। এর কিছুক্ষণ পর প্রতিবেশী লুইসভিল্লে মিউনসিপ্যালিটির প্রায় ১৮ হাজার বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার আদেশ দেওয়া হয়।