বলিউড অভিনেতা সানি দেওল। এক দশকের বেশি সময় বক্স অফিসে সাফল্য পাননি। এই ব্যর্থতার দাগ ক্যারিয়ার থেকে চলতি বছরে মুছে দিয়েছে তার অভিনীত ‘গদর টু’ সিনেমা।
গত ১১ আগস্ট সিনেমাটি ভারতের সাড়ে ৩ হাজার পর্দায় মুক্তি পায়। অনিল শর্মা পরিচালিত এ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। মজার বিষয় হলো, ‘গদর টু’ সানি দেওলের ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা সিনেমা।
সম্প্রতি সানি দেওল হাজির হয়েছিলেন গোয়ার শুরু হওয়া ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এ মঞ্চে সিনেমায় নিজের জার্নি নিয়ে কথা বলার সময়ে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন এই অভিনেতা।
অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে সানি দেওল বলেন, ‘আমি অভিনেতা হতে চেয়েছিলাম, তাই সিনেমায় আসা। কোনো দিন তারকা হওয়ার কথা ভাবিনি। বাবার (ধর্মেন্দ্র) সিনেমা দেখতাম, আর ওনার মতোই সব ধরনের সিনেমায় কাজ করতে চেয়েছি।’
পরিচালক রাহুল রাওয়ালির হাত ধরে বলিউডে যাত্রা শুরু সানির। তা উল্লেখ করে সানি দেওল বলেন, ‘আমি খুব ভাগ্যবান। আমি রাহুলের সঙ্গে যাত্রা শুরু করেছিলাম। সে আমাকে তিনটি চমৎকার সিনেমা দিয়েছে। তার কয়েকটি ভালো সাড়া ফেলে, কয়েক ব্যর্থ হয়। কিন্তু মানুষ আমাকে সেই সব সিনেমার জন্য মনে রেখেছেন। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আছি আমার সিনেমার কারণে।’
মাঝে ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করেছেন সানি। তা জানিয়ে এ অভিনেতা বলেন, ‘২০০১ সালে ‘গদর’ সিনেমার সাফল্যের পর ভালো স্ক্রিপ্ট পেতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। প্রায় ২২ বছর একটানা ব্যর্থতার মুখোমুখি হয়েছি। কিছু সিনেমায় কাজ করলেও, তা সাফল্য পায়নি।’
গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে কথা বলতে বলতে বারবার আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন সানি। দর্শকদের ভালোবাসার জন্য তাদের ধন্যবাদ জানান এই অভিনেতা।
সানি দেওলের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক রাজকুমার সন্তোষী। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রি অভিনেতার (সানি) প্রতি সুবিচার না করলেও ভগবান করেছেন।’
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে