ভারতে কানাডার কূটনৈতিক উপস্থিতি কমানোর নির্দেশ দিয়েছে নয়া দিল্লি। বৃহস্পতিবার কানাডায় ভিসা পরিষেবা স্থগিত করার কয়েক ঘন্টা পরে এ ঘোষণা দিলো ভারত।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেছেন, ‘ভারতে কানাডার কূটনৈতিকদের যে সংখ্যা তা কানাডায় নিযুক্ত ভারতের কূটনৈতিকদের সংখ্যার চেয়ে বড় এবং সেই অনুযায়ী কমানো দরকার।’
খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার পিছনে ভারতের মদত রয়েছে বলে সোমবার পার্লামেন্টে দাঁড়িয়ে বিবৃতি দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর পরপরই টরেন্টোতে নিযুক্ত ভারতের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে কানাডা। এর জবাবে মঙ্গলবার দিল্লিতে নিযুক্ত কানাডার শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে ভারত। পাল্টাপাল্টি এই বহিষ্কারের পর বৃহস্পতিবার কানাডীয়দের ভারতের ভিসা দেওয়া বন্ধের ঘোষণা দেয় দিল্লি।
অরিন্দম বাগচি বলেন, ‘আমরা কানাডা সরকারকে জানিয়েছি যে, কূটনৈতিক উপস্থিতিতে সমতা থাকা উচিত। তাদের সংখ্যা কানাডায় আমাদের তুলনায় অনেক বেশি… আমি অনুমান করছি সেখানে হ্রাস পাবে।’
কূটনৈতিকদের এই সংখ্যা হ্রাসের অন্যতম কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কানাডার কূটনৈতিক হস্তক্ষেপ একটি কারণ।’