রেজাউল ইসলাম:–কানাডার ফেডারেল সরকার পুরোপুরি ভ্যাক্সিন প্রাপ্ত কানাডিয়ান নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের জন্য অন্য দেশ থেকে কানাডাতে অবতরনের পর ইতিপূর্বের আরোপিত বাধ্যতামূলক দুই সপ্তাহের কোয়ারেন্টিন পলেসি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ।
কানাডিয়ান এবং স্থায়ী বাসিন্দা যারাই ৫ই জুলাই মধ্য রাতের পূর্বে যদি পুরোপুরি ভ্যাক্সিন নিয়ে থাকেন এবং সেই ভ্যাক্সিন যদি কানাডা সরকার কর্তৃক গৃহীত হয় তাহলে তারা কোয়ারেন্টিন থেকে আগেই অব্যহতি পেতে পারেন যদি তাদের কানাডাতে প্রবেশের সময় সম্পাদিত কোরোনা টেস্ট রেজাল্ট নেগেটিভ আসে। ফেডারেল সরকার কর্তৃক সোমবারের এই ঘোষণার মাধ্যমে কানাডা প্রত্যাগত নন-এসেনসিয়াল যাত্রীদের জন্য কয়েক মাস আগে আরোপিত দুই সপ্তাহের হোম কোয়ারেন্টিন এবং হোটেল কোয়ারেন্টিন, উভয় প্রকার কোয়ারেন্টিন পলেসির ইতি টানা হচ্ছে।
পলেসিতে এই পরিবর্তন পুরোপুরি ভ্যাক্সিন প্রাপ্ত বিদেশী নাগরিক এবং আমেরিকানদের জন্য প্রযোজ্য হবে না। ইউএস-কানাডা বর্ডার বেদেশী নাগরিক এবং নন-এসেনসিয়াল যাত্রীদের জন্য কমপক্ষে ২১ শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। কোয়ারেন্টিন এড়ানোর জন্য যাত্রীদেরকে যাত্রার ১৪ দিন আগে পুরোপুরি ভ্যাক্সিন নেওয়ার প্রমানসহ কানাডাতে প্রবেশের ৭২ ঘন্টা পূর্বে নেওয়া কোভিড-১৯ পিসিআর টেস্টের নেগেটিভ রেজাল্ট জমা দিতে হবে।
যাত্রী যারাই কানাডাতে প্রবেশ করবে তাদের সবাইকে টেস্টের নেগেটিভ রেজাল্ট না আসা পর্যন্ত সেল্ফ-আইসোলেসনে থাকতে হবে। কোয়ারেন্টিন পলেসির শিথিলতার বিষয়টি বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারন তারা ভ্যাক্সিন গ্রহনের সক্ষমতা অর্জন করে নি অর্থাৎ ১২ বছরের নিচে যারা তাদেরকে যথারীতি ১৪ দিন বাসায় সেল্ফ-আইসোলেসনে থাকতে হবে নেগেটিভ রেজাল্ট না আসা পর্যন্ত।
সিএনএন নিউজ থেকে অনুবাদকৃত।