সম্পর্ক ডেস্ক:- কানাডার অন্টারিও প্রদেশে জরুরী অবস্থা মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হচ্ছে। সোমবার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার বা মূখ্যমন্ত্রী কোভিড ১৯ বিষয়ক এক নিয়মিত ব্রিফিংকালে এ তথ্য জানান।
মঙ্গলবার অন্টারিও প্রাদেশিক পরিষদের বিশেষ সভা বসবে একদিনের জন্য। সেখানেই আরো ২৮ দিনের জন্য জন্য জরুরী অবস্থা বাড়ানোর বিল উত্থাপন করা হবে। কানাডার সবচেয়ে বড় প্রদেশ অন্টারিও আর দেশের সবচেয়ে বড় নগরী টরেন্টোতে অন্টারিওর রাজধানী। করোনা ভাইরাসে এই প্রদেশের সাত হাজার মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে তিনশো।