গুপ্তচরবৃত্তির দায়ে কানাডার ব্যবসায়ী মাইকেল স্পেভরকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। বুধবার (১১ আগস্ট) দেশটির ডানডংয়ের অন্তর্বর্তী আদালত এ সাজা ঘোষণা করে বলে জানিয়েছে বিবিসি।
২০১৮ সালে গ্রেপ্তার হয়েছিলেন মাইকেল স্পেভর। তার আগে গ্রেপ্তার হয়েছিলেন কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কোভরিগ।
চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়াংঝৌকে কানাডায় আটক করা হয়েছিল। মেংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ইরান নিষেধাজ্ঞা নিয়ে বহুজাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ভুল তথ্য দিয়ে প্রতারিত করার অভিযোগ আছে। ওই সময় মেংয়ের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছিল, তাদের নাগরিককে মুক্তি না দিলে কানাডাকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল। এরপরই মাইকেল স্পেভর ও মাইকেল কোভরিগকে আটক করে বেইজিং।
স্পেভরকে বুধবার দেওয়া এই দণ্ড চীন ও কানাডার মধ্যকার সম্পর্কের বড় ধরনের পরীক্ষা বলে মনে করা হচ্ছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রায়ের নিন্দা জানিয়ে বলেছেন, এটি ‘অগ্রহণযোগ্য ও অন্যায্য।’
এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আড়াই বছরেরও বেশি সময় ধরে বিনা বিচারে আটক রাখা, আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং আন্তর্জাতিক আইনের ন্যূনতম মানদণ্ডও পূরণ করেনি এমন একটি বিচারের পর স্পেভরের রায় আসলো।’