সর্ম্পক ডেস্ক: কানাডায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১৬৭ জনের মৃত্যূ হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪১ জনে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষের মাধ্যমে এ তথ্য জানা য়ায়।
প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, কানাডায় নতুন করে আরো ১ হাজার ৫৬৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৭৫৭ জন। এদের মধ্যে ১৪ হাজার ৬৯২ জন সুস্থ হয়েছেন।
কর্তৃপক্ষ আরো জানায়, এ পর্যন্ত কানাডায় নমুণা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৮৯৭ জনের।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কিউবেকে। এ পর্যন্ত কিউবেকে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৩৮ জন। মৃতের সংখ্যাও বেশি এখানে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৪৩ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৮৪ জন।
আক্রান্তের দিক থেকে কিউবেকের পরের অবস্থানে রয়েছে অন্টারিও। এ পর্যন্ত অন্টারিওতে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৭৯ জন। মারা গেছেন ৭১৩ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৮০ জন। অন্টারিওতে সুস্থতার হার বেশি।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে আলবার্টা। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪০১ জন। মৃতের সংখ্যা ৬৬ জন।
মহামারি করোনায় বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৮৯ হাজার ৯৯ জন। আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৮৭২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৪০ হাজার ৩৯৬ জন।