জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি ক্ষমতায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে, তবে সংখ্যালঘু সরকার হিসাবে। সরকার গঠন করতে প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় এক বা একাধিক দলের সাথে অংশীদারিত্ব হতে পরে বলে কানাডার জাতীয় সম্প্রচারক সিবিসি নিউজ এবং সিটিভি নিউজ জানিয়েছে।
কানাডায় ৪৩তম সাধারণ নির্বাচনের ভোট গণনার পর সরকারি ফলাফল প্রকাশের পর বিষয়টি পরিষ্কার হবে। জনমত জরিপে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং কনজারভেটিভ পার্টি অব কানাডা-র নেতা অ্যান্ড্রু শির-এর মধ্যে সোমবার জাতীয় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা জানা যায়। বিবিসি, সিএনএন
হাতে ব্যালট গণনার কারণে ফল প্রকাশের জন্য কিছুটা সময় লাগছে তবে নির্বাচন অনুষ্ঠানের এক দিন পরই ফল প্রকাশের কথা রয়েছে। জয় পেলে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করবেন জাস্টিন ট্রুডো। হাউস অব কমন্সের ৩৩৮ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এককভাবে সরকার গঠনে প্রয়োজন ১৭২টি আসন। প্রায় চার কোটি মানুষের দেশটিতে এবারের নির্বাচনে লিবারেল, কনজারভেটিভ, নিউ ডেমোক্রেটিক, ব্লক কুবেকুয়া, গ্রিন ও পিপলস পার্টি অব কানাডা ছয়টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। জলবায়ু ইস্যু ও অভিভাসননীতি নিয়ে বিরোধীদলের সমালোচনার মুখে পড়েছিলেন জাস্টিন ট্রুডো।