সম্পর্ক ডেস্ক: টরন্টো থেকে ১৯০ কিলোমিটার দূরে ওয়েন সাউন্ড নামক শহরে দুর্বৃত্তদের হামলায় শরীফ রহমান (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি নগরীর ডাউন টাউনে ‘দ্য কারি হাউস’ নামের একটি রেস্তোঁরার মালিক ছিলেন।
দুর্বৃত্তদের হামলায় নিহত শরীফ সিলেট নগরীর বটেশ্বর এলাকার বাসিন্দা। তার স্ত্রীর নাম শায়লা। তাদের সাত বছরের একটি কন্যা সন্তান আছে।
জানা যায়, গত ১৭ আগস্টে তিন ব্যক্তি তার রেস্তোঁরায় খেতে আসেন। তারা খাবার খেয়ে বিল পরিশোধ না করে চলে যাচ্ছিলেন। শরীফ বাইরে গিয়ে তাদের থামাতে চেষ্টা করলে ওই তিনজন তার ওপর হামলা করে। হামলায় মারাত্মকভাবে আহত শরীফকে সঙ্গে সঙ্গে লন্ডন (অন্টারিও) শহরের একটি হাসপাতালে নেওয়া হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তারপর ২৪ আগস্ট গভীর রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৭ম ব্যাচের ছাত্র ছিলেন শরীফ । স্নাতক সম্পন্ন করে লন্ডনের গ্লাসগো ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল সম্পন্ন করেন। এরপর কানাডায় পাড়ি দিয়ে ২০১৫ সালে এ ব্যবসা শুরু করেন।