সর্ম্পক ডেস্ক: কানাডায় বন্দুকধারীর গুলিতে একজন নারী পুলিশসহ অন্তত ১৬জন নিহত হয়েছেন।
শনিবার রাত থেকে নোভা স্কটিয়ার গ্রাম্য অঞ্চল পোর্তোপিকে টানা ১২ ঘণ্টা এই তাণ্ডব চলে। পরে গাড়ি নিযে ধাওয়া করে পুলিশ দুর্বৃত্তকে হত্যার মধ্য দিয়ে ওই হামলাকারীকে থামায়।
পুলিশ জানায়, হামলাকারী নোভা স্কটিয়ার বিভিন্ন জায়গায় হামলা চালায়। তাই হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ আরো জানায়, বন্দুকধারী পুলিশের পোশাক পরে এই হামলা চালায়। হামলায় ব্যবহার করা গাড়িটিও দেখতে পুলিশের গাড়ির মতো ছিলো।
এ হামলার ঘটনাকে ‘ভয়াবহ পরিস্থিতি’ বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
নোভা স্কটিয়ার প্রধান স্টিফেন ম্যাকনেল বলেছেন, ‘আমাদের প্রদেশের ইতিহাসে অন্যতম কাণ্ডজ্ঞাণহীন সহিংসতা এটা।’
কানাডার বন্দুক আইন প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্র থেকেও অধিক কড়া। এর কারণে কানাডাতে গণহারে গুলি করার ঘটনা একেবারেই বিরল।এর আগে ১৯৮৯ সালে কুইবেকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গুলি করে ১৪ জন নারীকে হত্যা করে এক বন্দুকধারী। ২০১৯ সালে আরেক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হন।