সর্ম্পক ডেস্ক: গ্রিসের উপকূলে ন্যাটো প্রশিক্ষণ অনুশীলনের সময় কানাডার সশস্ত্র বাহিনীর একটি মিলিটারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে একজন সশস্ত্র বাহিনীর সদস্য নিহত হয়েছেন। আরো পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার কানাডিয়ান সশস্ত্র বাহিনী এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।
প্রতিদিনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এই দুর্ঘটনায় এক সদস্যের মরদেহ পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন আরো পাঁচজন।
তিনি আরো বলেন, ‘তারা প্রত্যেকেই হিরো, যারাই চলে যাবে তাদের জায়গা পূরন করার মতো না।’
কানাডার প্রতিরক্ষা প্রধান জে. জনাথন বেঞ্চ নিশ্চিত করেন, নোভা স্কটিশার একজন উপ-অধিনায়ক অ্যাবিগেইল কাউবোরহ নিহত হয়েছেন।
তিনি নিহত সদস্যের পরিবার, বন্ধু ও সহকর্মী প্রতি সমবেদনা জানান।
এই দুর্ঘটনায় যারা এখনো নিখোঁজ রয়েছেন তারা হলেন- ১. ক্যাপ্টেন ব্রেন্ডেন আয়ান ম্যাকডোনাল্ড, ২. ক্যাপ্টেন কেভিন হাগেন, ৩. ক্যাপ্টেন ম্যাক্সিম মিরন-মরিন, ৪. উপ-অধিনায়ক ম্যাথিউ পাইকে, ৫. মাস্টার সিপিএল ম্যাথু কাজিন্স।
নিখোঁজ সদস্যদের সন্ধানে এখনো অভিযান অব্যাহত রয়েছে।